তুচ্ছ ঘটনায় ছেলের মাথায় কাচি মেরে বিপাকে বাবা!
কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে ঘটে যাওয়া এক হৃদয়বিদারক ঘটনা এখন সবার আলোচনার বিষয়।
তুচ্ছ কারণে বাবা শাহিনের সঙ্গে ছেলের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রাগের মাথায় ছেলের দিকে কাচি ছুঁড়ে মারেন বাবা। মুহূর্তেই কাচিটি ছেলের মাথায় গিয়ে বিদ্ধ হয়।
তৎক্ষণাৎ ছেলেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকায়। রাজধানীর বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ির পর শেষমেশ তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয়। এখনো মাথা থেকে কাচিটি বের করা সম্ভব হয়নি, রাখা হয়েছে আইসিইউতে।
চিকিৎসকদের মতে, অস্ত্রোপচারে ঝুঁকি রয়েছে এবং পুরো চিকিৎসা ব্যয় হতে পারে প্রায় দেড় লাখ টাকা।
ছেলের এমন অবস্থায় বাবা শাহিন নিজেই এখন দিশেহারা, ছুটোছুটি করে পাগলপ্রায়!
এই ঘটনা আমাদের শিক্ষা দেয় — রাগ কখনোই সমাধান নয়, বরং রাগই মানুষের সর্বনাশ ডেকে আনে।
আসুন, রাগকে নিয়ন্ত্রণ করতে শিখি।