খুলনায় ট্রেন-ট্রাক সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, রেল যোগাযোগ বন্ধ
সৌরভ
খুলনা, ১৪ জুলাই ২০২৫ — খুলনার ফুলতলা উপজেলার আফিলগেট রেলক্রসিংয়ে মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার পর ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় এবং ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে, তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি উচ্চগতিতে আসার সময় রেলক্রসিং অতিক্রমের চেষ্টা করছিল ট্রাকটি। সংঘর্ষে বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তেই জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, দমকল বাহিনী ও স্থানীয় প্রশাসন উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। খুলনা-যশোর রেলপথে সব ধরণের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।