নবাবগঞ্জে আন্ত:জেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার
দোহার নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
নবাবগঞ্জ থানা পুলিশ ঢাকা ও ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার খোকনসহ পাঁচজন আন্ত:জেলা ডাকাত চক্রের সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্য মতে ডাকাতি হওয়া স্বর্ণ ও রুপার অলংকার উদ্ধার করা হয়েছে বলে জানায় নবাবগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলো ডাকাত সর্দার মোঃ খোকন ওরফে জসিম (৩৮), পিতা-মৃত আওয়াল, মাতা-শিরিন বেগম, স্থায়ী : গ্রাম-সুলনা (চান্দ্রা), থানা-ভাংগা, জেলা-ফরিদপুর, বর্তমান ঠিকানা-নাওয়াপাড়া, জামদানী ১ নং গলি (আল আমিন এর বাড়ীর ভাড়াটিয়া), থানা- রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ। সালাম (৫৬), পিতা-মৃত লতিফ মাতবর, মৃত-সূর্য বানু, স্থায়ী: গ্রাম-খাটরা, থানা-ভাংগা, জেলা-ফরিদপুর, হামিদুল (৩৭), পিতা-আব্দুল ইসলাম, মাতা-ফুলু বেগম, সাং-পূর্ব বাগডোকরা, থানা-ডোমার, জেলা-নীলফামারী। শফিকুল ইসলাম (৪৩), পিতা-আব্দুল করিম, মাতা-বিফলা বেগম, সাং-বাসা নং-২৪৮, ব্লক-ত, রোড-৩, থানা-পল্লবী, ডিএমপি-ঢাকা।
সুজাত ওরফে করিম মাতুব্বর (২৫), পিতা-সরোয়ার মাতুব্বর, মাতা-নাসিমা বেগম, গ্রাম-বাররা (ইউপি-রুরুল্যাগগঞ্জ), থানা-ভাঙ্গা, জেলা-ফরিদপুর। উদ্ধারকৃত মালামাল, গলিত স্বর্ণের টুকরা সহ স্বর্ণের অলংকারের বিভিন্ন অংশ পাথর সহ ৩ ভরি ৫ আনা, রুপার বিভিন্ন অলংকারের অংশ ৮০ ভরি।